১২ দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি’র পাঠানো সূচী অনুযায়ী মিরপুর ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর দুটি মাঠে প্রতি ম্যাচ ডে’তে তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার বিভাগের নবাগত দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
বিকেএসপি’র তিন নাম্বার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গুলশান ক্রিকেট ক্লাব এবং চার নাম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছে।