চোট কাটিয়ে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার সিলেটে রাজশাহীর হয়ে খেলতে নেমে ব্যাটিংয়ে ঝড় তোলেন তিনি। তবে ম্যাচে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান তোলে শান্তর রাজশাহী। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান তোলে বরিশাল।
আর এ ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৪ বলে ৫ বাউন্ডারি চার ছক্কায় ৮০ করে বিদায় নেন শান্ত। এছাড়া হাবিবুর রহমান ৩৩ বলে ৪৭, সাব্বির রহমান ১১ বলে ২৩, মেহরাব হোসেন ১০ রান করে বিদায় নেন। বল হাতে বরিশালের হয়ে মোনি খান ও মেহেদী হাসান দুটি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বরিশালের দুই ওপেনার। আব্দুল মজিদ ৫৩ ও ইফতেখার হোসেন ৩৫ রান করে বিদায় নেন। এছাড়া ফজলে মাহমুদ ৫৬, সালমান হোসেন ইমন ২১ রান করেন।