বছর শেষে সেরা পারফর্মারদের তালিকা করে খেলা ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ২০২৩ সালের সেই তালিকায় আছেন জাতীয় দলের নারী ক্রিকেটার মারুফা আক্তার। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন টাইগ্রেস এই পেসার।
ক্রিকইনফোর সেরা টেস্ট ব্যাটিং নির্বাচিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের খেলা ১৬৩ রানের ইনিংসটি
ভারতের বিপক্ষে ইন্দোরে নাথান লায়নের ৬৪ রান দিয়ে ৮ উইকেট পাওয়া স্পেল নির্বাচিত হয়েছে সেরা বোলিং স্পেল হিসেবে।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসটি নির্বাচিত হয়েছে ওয়ানডের সেরা ব্যাটিং পারফরম্যান্স হিসেবে।
সেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্স হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে মোহাম্মদ শামির ৫৭ রানে নেওয়া ৭ উইকেট।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স হিসেবে বাছাই করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সূর্যকুমার যাদবের খেলা ১১২ রানের ইনিংসটি।
এছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সেরা বোলিং পারফরম্যান্স নির্বাচিত হয়েছে জোহানেসবার্গে আলজারী জোসেফের ৪০ রানে নেয়া ৫ উইকেটের স্পেলটি।