টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে তারা ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে সব উইকেট হারিয়েছিল। দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের রেকর্ড ৩০। ৫০ রানের নিচে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া (৩৬), ভারত (৩৬),বাংলাদেশ (৪৩), ইংল্যান্ড (৪৫), ওয়েস্ট ইন্ডিজ (৪৭), পাকিস্তান (৪৯)। লজ্জার এ তালিকায় ছিল না শ্রীলঙ্কা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে বৃহষ্পতিবার সেই লজ্জায় ডুবেছে দলটি। মাত্র ৪২ রানে অল আউট হয়েছে তারা।
২৭ নভেম্বর শুরু হওয়া ডারবান টেস্টে বল হাতে আগুন ঝড়িয়েছিল সফরকারী শ্রীলঙ্কার বোলাররা। ১৯১ রানে অল আউট হয়েছিল প্রোটিয়ারা। কিন্তু বল হাতে প্রোটিয়ারা যে এক একটা পারমানবিক বোমায় রূপ নেবে তা হয়তো তারা কল্পনা করতে পারেনি। বিশেষ করে মার্কো ইয়ানসেনের বোলিং তান্ডবে তারা ৪২ রানে অল আউট হয়ে যায়। টেস্ট ক্রিকেটে এটাই শ্রীলঙ্কার সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে তাদের সর্বনিম্ন রানের ইনিংস ছিল ৭১ রানের। ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯৯৪ সালে এই রানে অল আউট হয়েছিল তারা।
ইয়ানসেন ৬.৫ ওভারে ১৩ রানে ৭ উইকেট নেন। এটাই তার ক্যারিয়ারে সেরা বোলিং। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৭ উইকেট পেয়েছেন তিনি। এর আগে তার সেরা বোলিং ৩৫ রানে ৫ উইকেট। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নেওয়া এই ৫ উইকেট ছিল তার ক্যারিয়ারে একমাত্র এবং প্রথম ৫ উইকেট শিকার।
প্রোটিয়া বোলারদের সামনে সফরকারী ব্যাটাররা এতটাই অসহায় ছিল যে, মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছে। কামিন্দু মেন্ডিস করেন ১৩ রান। লাহিরু কুমারা ১০ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসের এ লজ্জায় ডারবান টেস্টে শ্রীলঙ্কা হারের শঙ্কায় পড়েছে। দ্বিতীয় দিন শেষে ২৮১ রানে এখন পিছিয়ে তারা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে।