ব্যাটিং পজিশন ও দলের প্রয়োজনে নিবেদিত প্রাণ ব্যাটিংয়ের কারণে উপাধি পেয়েছিলেন ‘সাইলেন্ট কিলার’ হিসেবে। সেই মাহমুদউল্লাহ ১২ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত জানান। তার এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া এসেছে বিসিবিসহ সতীর্থ ক্রিকেটারদের কাছ থেকে।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন ফলে ওয়ানডে থেকে অবসর নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ‘গুডবাই’ জানিয়ে দিলেন ৩৯ বছর বয়সি মাহমুদউল্লাহ। তার এই সিদ্ধান্তকে সম্মাণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মোঃ মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
মাহমুদউল্লাহর অবসরের ঘোষণায় মাশরাফি বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি দলের তোকে কতোটা প্রয়োজন ছিলো এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতোটা মিশে গিয়েছিলি।
প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ‘এটি বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত। কারণ হিসেবে বিসিবি সভাপতি বলেন, মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
