চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। পরে জানা যায়-দুবাইয়ে অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে চোট পান জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। সেই চোটের কারণেই ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। রিয়াদের চোট নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার রাবিদ ইমাম জানান,‘আমরা তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সে ভালোভাবে সেরে উঠেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সর্বশেষ অনুশীলন শেষে।’
এছাড়া রিয়াদ বলেন,‘সে চোট পাওয়ার পর আমরা তার স্ক্যান করিয়েছিলাম এবং সেখানে কোনো চিড় পাওয়া যায়নি। এটি একটি ভালো বিষয় এবং যখনই সে স্বাভাবিক মনে করবে, তখন সে খেলার জন্যও বিবেচিত হবে। আমার মনে হয় সেখানে কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য,বাংলাদেশের গ্রুপ ‘এ’-তে একটি করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ ও পাকিস্তান আছে টেবিলের পরবর্তী দুই অবস্থানে।