শারজাহতে সিরিজের নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে দারুণ লড়াইয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ২৪৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও পরপর উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগাররা। তবে কঠিন মুহূর্তে মাহমুদউল্লাহ ও মিরাজের জুটি বাংলাদেশকে স্থিতিশীল অবস্থানে নিয়ে যায়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন মাহমুদউল্লাহ, যার ইনিংসটি ছিল ৭টি চারের পাশাপাশি তিনটি ছক্কায় সমৃদ্ধ। এদিকে, মিরাজও গুরুত্বপূর্ণ ৬৬ রান করে যান। দুজনের ১৪৫ রানের জুটি এই ম্যাচে বাংলাদেশকে শক্ত ভিত্তি দেয়।
প্রথম দিকে, ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম ভালো শুরু করলেও দীর্ঘস্থায়ী হতে পারেননি। ওমরজাই ও মোহাম্মদ নবীর দারুণ বোলিংয়ে ৫৩ রানে বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙে যায়। এরপর একের পর এক উইকেট হারিয়ে ৭২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ইনিংস মেরামতে নামেন মাহমুদউল্লাহ ও মিরাজ। চাপের মধ্যে খেলতে নেমে মাহমুদউল্লাহ তুলে নেন ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি। ৬৩ বলে তার ফিফটি আসে, যা বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অন্যদিকে, মিরাজও ধীরগতিতে খেলে ১০৬ বলে তার ফিফটি পূর্ণ করেন।
আফগানিস্তানের হয়ে ওমরজাই ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেন। এছাড়াও, নবী ও রশিদ খান একটি করে উইকেট লাভ করেন।
শেষ ম্যাচে ২৪৫ রানের এই লক্ষ্য তাড়া করে আফগানিস্তান সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে, আর বাংলাদেশ চাইবে তাদের বোলিং আক্রমণে জয় ছিনিয়ে আনতে।