কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে জাতীয় ক্রিকেট লিগে সিলেট ও খুলনার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২২৩ রানে পিছিয়ে পড়ায় ফলো-অন করতে বাধ্য হয় খুলনা। তবে দ্বিতীয় ইনিংসে দৃঢ় ব্যাটিং প্রদর্শনের মাধ্যমে মিঠুনের দুর্দান্ত সেঞ্চুরিতে খুলনা ম্যাচটি ড্র করতে সক্ষম হয়।
মোহাম্মদ মিঠুন ১০২ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। ১০৮ বলের ইনিংসে ৭টি করে চার ও ছক্কায় সাজানো ছিল তার অসাধারণ ব্যাটিং। সিলেটের বোলার তৌফিক খানকে বিশাল ছক্কা মেরে মিঠুন তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরির পরই দুই দল ড্র মেনে নেয় এবং মাঠ ছাড়েন খেলোয়াড়রা।
মিঠুনের সেঞ্চুরির পাশাপাশি খুলনার পক্ষে আরও কয়েকজন ব্যাটসম্যান ফিফটি তুলে নেন। এনামুল হক ৫৪, ইমরুল কায়েস ৭১ ও নুরুল হাসান ৫০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় ইনিংসে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মিঠুনের দৃঢ়তায় দল ফলো-অন পর্ব থেকে বেরিয়ে এসে ড্র করতে সক্ষম হয়, যা খুলনার জন্য একটি মানসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
এই ম্যাচটি থেকে সিলেট ও খুলনা দুই দলই একটি পয়েন্ট অর্জন করেছে।