বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দেখতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা। তবে টিকিট নিয়ে বিশৃঙ্খলা ও প্রতারণার কারণে অনেকেই খেলা না দেখেই ফিরে গেছেন হতাশ হয়ে।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরো সিরিজের টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু অধিকাংশ দর্শক বিষয়টি না জানায়, সরাসরি স্টেডিয়ামের কাছে টিকিট কেনার চেষ্টা করেন। কেউ কেউ কালোবাজারিদের মাধ্যমে টিকিট কেনেন অতিরিক্ত দামে, যা পরে স্ক্যানারে যাচাইয়ের সময় দেখা যায় আগেই ব্যবহৃত।
আশুলিয়া থেকে আসা তিন মাদ্রাসাছাত্র প্রতারণার শিকার হয়েছেন এভাবেই। তাদের মতো আরও অনেকেই ভুয়া বা ফটোকপি টিকিট কিনে মাঠে ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে যান।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া প্রচারণা দেখে অনেকেই অনলাইন টিকিট কাটতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়েছেন। কেউ অগ্রিম টাকা পাঠিয়ে নম্বর বন্ধ পেয়ে আর খুঁজে পাননি টিকিট বিক্রেতাকে।
অন্যদিকে যারা অনলাইনে টিকিট কিনেছেন, তারা অনেকেই জানেন না যে প্রিন্ট ছাড়া মোবাইলেই কিউআর কোড দেখিয়ে প্রবেশ করা যায়। ফলে স্টেডিয়ামের পাশে প্রিন্ট দোকানে সৃষ্টি হয়েছে ভিড়।
সাধারণ দর্শকদের এই ভোগান্তি এবং কালোবাজারিদের দৌরাত্ম্য রোধে যথাযথ প্রচার ও মনিটরিংয়ের দাবি উঠছে বারবার। ন্যায্য মূল্যে নিরাপদ উপায়ে খেলা উপভোগের অধিকার যেন হারিয়ে না যায় সাধারণ মানুষের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















