প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কিছুটা হলেও দ্বিতীয় ইনিংসে কাটিয়ে উঠেছেন পাকিস্তান অধিনায়ক শন মাসুদ। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টে শক্ত অবস্থানে পৌঁছে গেছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ২০২ রানে এগিয়ে।
পাকিস্তানের এই আধিপত্যের মূল কারিগর দুই বোলার সাজিদ খান ও নোমান আলী। এই দুই বোলারের ঘুর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা প্রথম ইনিংসে খাবি খেয়েছে। মাত্র ১৩৭ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। স্বাগতিক দ ল তাদের প্রথম ইনিংসে করেছিল ২৩০। দ্বিতীয় ইনিংসে তারা ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান জমা করেছে।
শনিবার মুলতান টেস্টের দ্বিতীয় দিনটি ছিল উইকেট পতনের দিন। এদিন মোট ১৯টি উইকেটের পতন দেখেছে ক্রিকেট প্রেমীরা। প্রথম পাকিস্তানের প্রথম ইনিংসের ৬ উইকেট। পরে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট। শেষ বিকেলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩ উইকেট।
সাজিদ খান ও নোমান আলীর বোলিং ওয়েস্ট ইন্ডিজের বড় লজ্জায় পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। ৬৬ রানে তারা ৮ উইকেট হারিয়েছিল দলটি। শেষ দিকে জোমেল ওয়ারিকান ও জেডেন সিলসের দৃঢ়তায় লজ্জা থেকে রেহাই পায় তারা। ওয়ারিকান ৩১ ও সিলস ২২ রান করেন। অতিরিক্ত খাত থেকেও তারা ২২ রান পেয়েছে।
নোমান আলী ৩৯ রানে ৫ এবং সাজিদ খান ৬৫ রানে ৪ উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের অধিনায়ক ৫২ রান করেছেন। নতুন ওপেনার মোহাম্মদ হুরাইরা করেছেন ২৯ রান। বাবর আজম এবারও ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৮ রান করা বাবর এবার ৫ রানে আউট হয়েছেন।