মুশফিকের পথ ধরে শান্ত , ১০০ টেস্ট খেলার লক্ষ্য স্থির করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । বাংলাদেশে প্রথম ক্রিকেটার হিসেবে শততত টেস্ট খেলার ইতিহাস গড়েছেন মুশফিক। নিজের শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটির ইনিংস খেলে অনন্য উচ্চতায় জাতীয় দলের এই অভিজ্ঞ তারকা ব্যাটার। ঐতিহাসিক এই টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেক কথাই বলেছেন।

মুশফিকের ১০০তম টেস্টটা কিভাবে আপনারা উপভোগ করছেন? জানতে চাইলে তিনি বলেন,
মুশি ভাইয়ের সেলিব্রেশন তো ভেতরে বাইরে একই রকম সবার সামনে এখন ওপেন। আমরা এনজয় করেছি। পুরা পুরা ম্যাচটা খুবই এনজয় করেছি। মুশি ভাই অনেক এনজয় করেছে। ভালো সময় গেছে। অনেকে মজা করছিলো ভাই। আমি শুনছিলাম ড্রেসিংরুমে একটা পেস বোলার বলছিলো যে আমিও ১০০ টেস্ট খেলতে চাই।
এছাড়া শান্ত বলেন,
একটা পেস বোলারের পক্ষে ১০০ টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার। তো বলতেছিলো তো এরকমও শুনলাম যে ১০০ টেস্ট খেলার পরে চিন্তা করে ১০০ উইকেট যেন আমরা নিতে পারি সেই চিন্তা করি এজ এ পেস বোলার হিসেবে। সো এরকম খুনশুটি তো হয়েছে। বাট ভালো সময় গেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















