চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে ব্যর্থ মুশফিক-মাহমুদউল্লাহ! এরপই প্রশ্ন উঠেছে তবে কি ক্যারিয়ারের শেষটা দেখেফেফেলেন জাতীয় দলের অভিজ্ঞ এই দুই সিনিয়ার ক্রিকেটার। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও মুশফিক-রিয়াদের শেষটা দেখছে ফেলছেন অনেকেই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শুন্য রান করা মুশফিক দ্বিতীয় নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করেন। আর চোটের কারণে ভারতের বিপক্ষে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে মাত্র ৪ রান করেন মাহমুদউল্লাহ।
দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের এমন ব্যাটিং নিয়ে রিতিমতো হতাশ ভারতের দুই সাবেক তারকা। এমনকি তাদের পরামর্শ মুশফিক-মাহমুউল্লাহ বিদায় নিয়ে সামনে তাকাতে বলছেন কার্তিক-পার্থিব।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর শোতে সাবেক দুই ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক দিনেশ কার্তিক ও পার্থিব প্যাটেল একমত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অধ্যায় পেছনে ফেলে তরুণদের যথষ্ট সময় দিয়ে দল গড়ায় মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশের।
একই সাথে পার্থিবের মতে, সাকিব আল হাসান তো বটেই, এমনকি সৌম্য সরকার ও লিটন কুমার দাসকেও ফেরানোর প্রয়োজন নেই বলে মনে করেন তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচেই হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশ দলের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে অনেক। বিশেষ করে, ভারতের বিপক্ষে মুশফিকের প্রথম বলেই আউট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই বাজে শটে আউট হয়ে দলকে বিপদে ফেলেন।
তাই কার্তিক বলেন, অভিজ্ঞ দুজনকে পেছনে ফেলে কাদেরকে নিয়ে কোন পথে সামনে এগিয়ে চলা উচিত বাংলাদেশ ক্রিকেটের।
তার ভাষায়, আমার মনে হয়, তাদের সামনে তাকানো উচিত, তরুণদের সুযোগ দেওয়া উচিত এবং আমার ভালো লাগবে, ক্রিকেটারদের হিসেবে তরুণদের বেড়ে উঠতে দেখলে। বারবার অদলবদল যেন না করা হয়। খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সময় দিতে হবে তাদেরকে।”
সেই সাথে বাংলাদেশের তরুণদের নিয়ে বলেন,‘ বাংলাদেশে বেশ কিছু ভালো প্রতিভা তাদের আছে। তানজিদ তামিম দারুণ ব্যাটার, তাওহিদ হৃদয় ভালো ক্রিকেটার, জাকের আলি ভালো প্রতিভা। আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্য মনে করানো এবং বোর্ড যেন তাদের পাশে থাকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বড় আশা নিয়ে গিয়ে ৯ ম্যাচের স্রেফ ২টি জিতেছিল বাংলাদেশ। হারতে হয়েছিল নেদারল্যান্ডসের কাছেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচের দুটিতে হার। দুটি বড় টুর্নামেন্টে বাজে ফলাফলের পর নতুন ভাবনার বিকল্প দেখেন না কার্তিক।