বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস রচিত হতে যাচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি স্পর্শ করবেন মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মুশফিক এর দীর্ঘ পথচলায় অর্জিত এই মাইলফলক শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও নতুন অধ্যায়ের সূচনা।
এই বিশেষ মুহূর্তের আগে দীর্ঘদিনের সতীর্থ মুশফিক কে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, তিনি চাইলে এখনই অনেক কিছু বলতে পারতেন। কিন্তু সেই সব কথা হয়তো একদিন অন্য কোনো উপলক্ষ্যে অন্য প্ল্যাটফর্মে বলবেন। চাইল্ডহুড ক্রিকেট থেকে বয়সভিত্তিক দল, জাতীয় দলে উঠার সেই সংগ্রামী সময়, রুম শেয়ার করা অসংখ্য দিন ,সব মিলিয়ে বন্ধু ও সতীর্থ হিসেবে মুশফিককে খুব কাছ থেকে দেখেছেন তামিম।
বয়সভিত্তিক দলে পাশাপাশি খেলার সময় থেকেই মুশফিককে চোখে চোখে দেখেছেন তিনি। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, নিজের প্রতি দারুণ শৃঙ্খলা। এ সবই মুশফিকের পরিচয়ের সবচেয়ে বড় অংশ হয়ে আছে বহু বছর। দলের বাধ্যতামূলক প্রশিক্ষণ হোক বা ঐচ্ছিক সেশন, প্রতিটি ক্ষেত্রেই তাঁর অদম্য দৃঢ়তা সতীর্থদের অনুপ্রাণিত করেছে বারবার।
তামিম তাই মনে করেন, শততম টেস্টের মর্যাদা পাওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি যার, তিনি মুশফিকই। নিজের পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার সম্মান মুশফিকের চেয়ে বেশি কেউ প্রাপ্য নয়। তামিম আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও ক্রিকেটার এই অর্জনের পাশে নিজেদের নাম তুলবেন। কিন্তু যে ইতিহাসটি প্রথমবার লেখা হচ্ছে, তাতে মুশফিকের নামই থাকবে সবার আগে এবং সেটিই তাঁর প্রাপ্য।
মুশফিকের শততম টেস্টকে ঘিরে এখন পুরো ক্রিকেটভুবনের দৃষ্টি মিরপুরে। দেশের হয়ে এক যুগের বেশি সময় ধরে লড়াই করা এই ক্রিকেটার যখন মাঠে নামবেন, তখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক যুক্ত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















