অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক ক্যাচ ধরা–ই কাল হয়েছিল ভারতের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ারের জন্য বিপদ। ব্যাকওয়ার্ড পয়েন্টে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে বাম পাঁজরে চোট পান তিনি। মাঠ ছাড়ার পর সোজা নেওয়া হয় সিডনির হাসপাতালে, যেখানে অভ্যন্তরীণ রক্তক্ষরণে অবস্থা এতটাই গুরুতর হয় যে দু’দিন আইসিইউতে থাকতে হয় আইয়ারকে। মৃত্যুর মুখ থেকে ফেরা এই ক্রিকেটারের অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে।
ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আইসিইউ থেকে ইতোমধ্যে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে আইয়ারকে। সতীর্থের খোঁজ নিতে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন সূর্য।
“আমরা তার সঙ্গে কথা বলেছি। ইনজুরির খবর শোনার পরই কল দিয়েছিলাম, পরে জানতে পারি ফোনটা তার কাছে নেই। ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জেনেছি, এখন সে স্থিতিশীল অবস্থায় আছে,” — বলেন সূর্য।
আইয়ারকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে সূর্য বলেন,
“প্রথম দিন তার অবস্থা কেমন ছিল জানি না, তবে এখন ভালো আছে। দু’দিন ধরে তার খবর নিচ্ছি, সে নিজেও মেসেজের উত্তর দিচ্ছে। মানে সে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে—এটাই সবচেয়ে ভালো খবর।”
চিকিৎসক ও ফিজিওরা আইয়ারের ইনজুরিকে “দুর্লভ ও অপ্রত্যাশিত” বলে উল্লেখ করেছেন। সূর্য রসিকতা করে বলেন,
“ও নিজেও এক দুর্লভ প্রতিভা, আর এমন প্রতিভার সঙ্গেই এমন দুর্লভ ঘটনা ঘটেছে! ভালো বিষয় হলো, সৃষ্টিকর্তা ওর সঙ্গে আছেন, আর বিসিসিআই সবসময় পাশে আছে। আমরা চাই যত দ্রুত সম্ভব ওকে দেশে ফিরিয়ে আনা হোক।”
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন আইয়ার। রোহিত শর্মার ১২১ ও বিরাট কোহলির ৭৪ রানের ইনিংসে ভর করে ভারত ম্যাচটি ৯ উইকেট হাতে রেখে জিতলেও, আগের দুই ম্যাচ হেরে সিরিজ হারতে হয় শুভমান গিলের দলকে। দুই দল এখন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে, যার প্রথম ম্যাচ আগামীকাল (বুধবার) ক্যানবেরায়।
