বিপিএলের ১২তম আসরের নিলাম তিন দফা পেছানোর পর অবশেষে আজ রোববার বিকেল ৪ টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসছে মূল আয়োজন। কিন্তু নিলাম শুরুর আগেই এক বড় আলোচনার জন্ম দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। গত আসরের ফিক্সিং সন্দেহে নিলামের চূড়ান্ত তালিকা থেকে যে আটজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অন্যতম হট-টপিক হয়ে উঠেছেন এই অলরাউন্ডার।
২০১৫ সাল থেকে নিয়মিত বিপিএলে দেখা যেত মোসাদ্দেককে। জাতীয় দলের তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৮৮ আন্তর্জাতিক ম্যাচ, করেছেন ১১৯৬ রান ও নিয়েছেন ৩৫ উইকেট। ক্যারিয়ারের এক পর্যায়ে বাংলাদেশ দলের নেতৃত্বও পেয়েছিলেন তিনি। এত অভিজ্ঞতা নিয়েও এবারের নিলামে নিজের নাম না দেখে হতবাক হয়ে যান সৈকত।
এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ড্রাফটে নিজের নাম না দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। পরে ফেসবুক ও গণমাধ্যমে দেখলাম আবার আমাদের অভিযুক্ত করা হচ্ছে।”
তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর তিনি সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে আরও একটি ধাক্কা। কারো কাছ থেকেই পাননি কোনো সাড়া।
তার ভাষায়, “বিসিবির সঙ্গে সবার আগে যোগাযোগ করেছি। সবাইকে ফোন করেছি, কেউ ফোন রিসিভ করেনি। তারা রেসপন্স না করলে আমরা বুঝব কীভাবে? কেন ড্রাফটে রাখা হয়নি, সেটাই পরিষ্কার জানতে চাই।”
চূড়ান্ত নিলাম তালিকায় এবার দেশি ক্রিকেটার রাখা হয়েছে ১৫৮ জন। বাদ পড়েছেন মোট ৮ জন। বাদ পড়া ক্রিকেটাররা হলো-
এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।
নিলাম এগিয়ে আসলেও, উত্তরহীন প্রশ্ন নিয়ে একা দাঁড়িয়ে আছেন মোসাদ্দেক। বিসিবির ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তার অপেক্ষার উদ্বেগ যেন নিলামের উত্তেজনার চেয়েও বেশি আলোচিত হয়ে উঠেছে ক্রিকেটমহলে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















