অ্যানফিল্ডে লিভারপুলের ৪–২ গোলের দাপুটে জয়ের রাতে কেবল তিন পয়েন্ট নয়, নতুন ইতিহাসও গড়লেন মোহাম্মদ সালাহ। যোগ করা সময়ে করা তার গোলটি হয়ে উঠল প্রিমিয়ার লিগের প্রথমদিনে ব্যক্তিগত ১০ম গোল। আর এর মাধ্যমেই ওপেনিং ডে–তে দুই অঙ্কে গোল করা একমাত্র ফুটবলার হিসেবে নাম লিখালেন মিশরীয় ফরোয়ার্ড।
এর আগে মৌসুম শুরুর দিনে সর্বোচ্চ ৮ গোল করেছিলেন চার তারকা—অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, জেমি ভার্ডি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু সালাহ এবার তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন।
বোর্নমাউথের বিপক্ষে পাওয়া গোলটি সালাহর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ১৮৭তম, যা তাকে কিংবদন্তি অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে তুলেছে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়।
ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি সালাহ। ‘দ্য কপ’ গ্যালারি থেকে প্রয়াত ডিয়োগো জোটাকে উদ্দেশ করে গান বাজতেই চোখ ভিজে ওঠে মিশরীয় তারকার। লিভারপুল পুরো ম্যাচজুড়ে প্রয়াত পর্তুগিজকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে।
আগামী ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। নতুন কোচ আর্নে স্লটের অধীনে মৌসুমের শুরুটা যে দুর্দান্ত, তা বোঝাই যাচ্ছে—আর সালাহর নজর এখন পরের ম্যাচে একই ধারাবাহিকতা ধরে রাখার দিকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















