ম্যাক্স সিক্সটিতে অধিনায়ক সাকিব, খেলবেন মায়ামি ব্লেজের হয়ে

ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন ফরম্যাটের ক্রিকেট লিগ ম্যাক্স সিক্সটি আজ (১৭ জুলাই) থেকে মাঠে গড়াচ্ছে। এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। শুধু খেলাই নয়, দলের অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

মায়ামি ব্লেজ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স এবং নেতৃত্বগুণ বিবেচনায় নিয়ে তাকে দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সাকিব খেলছিলেন সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল সুপার লিগে, যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কাড়েন তিনি—৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। সেই ম্যাচে ম্যাচসেরা হন সাকিব।

তবে পরবর্তী তিন ম্যাচে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বল হাতে গড়পড়তা বোলিং করলেও ব্যাট হাতে রান পাননি এই বাংলাদেশি তারকা। সেই হতাশা ভুলে এবার নতুন লিগে নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামছেন সাকিব।

টি-টেন ফরম্যাটের দ্রুত গতির এই লিগে অধিনায়ক হিসেবে কেমন করেন সাকিব, সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version