আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতায় আবারও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করেও মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল টাইগাররা। এই পরাজয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির স্বপ্নও এখন আরও দূর বাস্তবতা।
ম্যাচ শেষে হতাশ মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমরা দারুণ বোলিং করেছিলাম, লক্ষ্যটা সহজেই তাড়া করা যেত। কিন্তু আজ আমাদের ব্যাটিং একেবারেই মানহীন ছিল।’ তিনি আরও বলেন, ‘টপ অর্ডারে জুটি গড়ার কথা বলেছিলাম, কিন্তু আমরা সেটা করতে পারিনি। শুরুটা হয় ঠিকই, কিন্তু দায়িত্ব নেওয়ার সময়েই ভেঙে পড়ছি। আমাদের ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’
সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য। মিরাজ বলেন, ‘এই মুহূর্তে আমরা খুব হতাশ, তবে হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আরও একটি সিরিজ আছে সামনে—কীভাবে আরও শক্তিশালী হয়ে ফেরা যায়, সেটাই এখন চিন্তা।’
অধিনায়ক জানিয়ে দিলেন, ব্যাটিংয়ে উন্নতি ছাড়া টিকে থাকা সম্ভব নয়, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি আনতেই হবে। ওয়ানডেতে যদি রান করতে না পারি, তাহলে টিকে থাকাও সম্ভব নয়।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















