দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০০০ সালে ভারত সফরে গিয়েছিলো। নিজেদের ঘরের মাঠে সেই সিরিজে রোমাঞ্চকর লড়াই শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নেয় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারত। তবে সিরিজ শেষ হতেই এক তথ্য নাড়িয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্বকে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করেন তৎকালীন প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে। যেখানে জড়িয়ে পরেন হার্শেল গিবসের মতো তারকা ক্রিকেটারও।
দীর্ঘদিন ধরেই এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত চলেছে। এর মাঝেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরকালে পাড়ি জমান হ্যান্সি ক্রোনিয়ে। এই ঘটনার দীর্ঘ ২৪ বছর পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেই সিরিজের ম্যাচ ফিক্সিং কান্ডে গঠিত হল চার্জশিট।
নিউ দিল্লির একটি কোর্ট থেকে চার্জশিট গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়। মূলত ২০০০ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের একাধিক ম্যাচে ষড়যন্ত্র এবং অসদুপায় অবলম্বন করার কারণে চার ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।
প্রমাণের পাওয়া গেছে যে চারজনের মিলিত চেষ্টায় এই ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, যে চার ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে তারা হলেন রাজেশ কালরা, কৃষান কুমার, সুনীল দারা এবং সঞ্জীব চাওলা। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেহা প্রিয়ার তত্ত্বাবধানে এই সিদ্ধান্তটি নেয়া হয়।