আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ। যেখানে ২৮ রানে হেরে নিজেদের সুপার এইট মিশন শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচ শেষে ভালো উইকেটে এতো কম রান করার আক্ষেপ জানিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’
নিজের ইনিংস নিয়ে শান্ত বলেন, ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি, আরও অবদান রাখতে পারব। ‘
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৮ (নাজমুল ৪১, হৃদয় ৪০, লিটন ১৬, তাসকিন ১৩*, সাকিব ৮, তানজিম ৪, রিশাদ ২, মাহমুদউল্লাহ ২: স্টার্ক ১/২১, হ্যাজলউড ০/২৫, কামিন্স ৩/২৯, জাম্পা ২/২৪, স্টয়নিস ১/২৪, ম্যাক্সওয়েল ১/১৪)।
অস্ট্রেলিয়া: ১১.২ ওভারে ১০০/২ (ওয়ার্নার ৫৩*, হেড ৩১, ম্যাক্সওয়েল ১৪*, মার্শ ১; মেহেদী ০/২২, তানজিম ০/৯, তাসকিন ০/২২, মোস্তাফিজ ০/২৩, রিশাদ ২/২৩)।
ফল: অস্ট্রেলিয়া ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















