সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলো ম্যাথুসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা আবারও মুখোমুখি হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে সাকিবের নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যাথুসের আটলান্টা কিংসকে।
প্রথমে ব্যাট করতে নেমে আটলান্টা দলের শুরুটা ছিলো বেশ প্রতিশ্রুতিশীল। অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৩ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিলেন। সাকিবের এক ওভারেই ম্যাথুস দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দারুণ আক্রমণ করেন। তবে লস অ্যাঞ্জেলেসের বোলিং আক্রমণ ম্যাথুসের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও আটলান্টা দলকে ৩ উইকেটে ১৪৫ রানে আটকে রাখে। সাকিব ৩ ওভার বল করে ৪৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।
জবাবে, লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ব্যাটসম্যানরা মারকাটারি ব্যাটিং প্রদর্শন করে। রসিংটনের ১৮ বলে ৫২ ও ডেভিডের ১৯ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংসে ২ ওভার হাতে রেখেই ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় সাকিবের দল। ফলে সাকিবের ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি।