যুক্তরাষ্ট্রের কাছে ১ম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্বল প্রতিপক্ষ হলেও ৬ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে তিন বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

দেশছাড়ার আগে সাকিব আল হাসানসহ একাধিক ক্রিকেটার ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি যথার্থ হবে না’ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সেই দলটার কাছেই প্রথম টি-টোয়েন্টিতে হারতে হলো পাঁচ উইকেটে ।

সৌম্য সরকার ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে ৩৪ রানের পরই তাদের বিদায় নিতে হয় পর পর দুই ওভারে। পরের দিকের ব্যাটাররা আর সুবিধা করতে পারেন নি। একমাত্র ব্যাতিক্রম ছিলেন টু-ডাউনে খেলতে নামা তৌহিদ হৃদয়। ৪৭ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৮ রান করেন হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ৩১ রান করেন মাহমুদুল্লাহ। লিটন ও সৌম্যের ব্যাটে আসে যথাক্রমে ১৪ ও ২০ রানের ইনিংস।

যুক্তরাষ্ট্রের পক্ষে তিন ওভারে ৯ রান দিয়ে দুই উইকেট নেন স্টিভেন টেইলর। এছাড়া একটি করে উইকেট নেন সৌরভ নেত্রাভালকর, আলী খান ও জসদ্বীপ সিং।

১৫৪ রানের টার্গেটে খেলতে নামা যুক্তরাষ্ট্রের ব্যাটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারের পাঁচ ব্যাটার ২৮, ১২, ২৩, ৪ ও ১০ রান করে আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে ৬২ রানে অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন কোরে অ্যান্ডারসন ও হারমিত সিং। অ্যন্ডারসন ৩৪ ও হারমিত ৩৩ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান চার ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার রিশাদ হোসেন। এছাড়া রান আউট হয়েছেন একজন।

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (২৩ মে) রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।

Exit mobile version