যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ১৩ রান করে সাকিবের শুরু

ফাইল ছবি।

বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর শুরু হয়েছে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার নাইটস। আগে ব্যাটিংয়ে নামা এলএ নাইট রাইডার্স ৭ উইকেটে ‍তুলেছে ১৬২ রান। চার নাম্বারে খেলতে নামা সাকিব আল হাসান ১৩ বলে করেছেন ১৮ রান। যার মধ্যে ছিলো চারটি বাউন্ডারি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচিত ভেন্যু ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভার মাত্র চার নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এলএকে। তৃতীয় ওভারে জ্যাসন রয় ও সুনীল নারাইনের উইকেট হারিয়ে চাপে পড়া দলকে বড় সংগ্রহ এনে দিতে ৪৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেন উন্মুখ চাঁদ।

দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে নীতিশ কুমারের ব্যাটে। এছাড়া সাকিব ১৮, আন্দ্রে রাসেল ৫ বলে ১০, ডেরোন ডেভিস ১৩ বলে অপরাজিত ১৩ ও কর্নে ড্রাই চার বলে অপরাজিত ১২ রান করেন।

টেক্সাসের পক্ষে দু’টি করে উইকেট নেন জিয়া-উল-হক, অ্যারোন হার্ডি ও মার্কাস স্টয়নিস।

Exit mobile version