যেখানে সাকিবকে ছাপিয়ে গেলেন গম্ভীর

যেমন উত্তেজনা থাকা দরকার ছিলো তাঁর ধারে কাছেও যায়নি সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল। পুরো ম্যাচে হায়দরাবাদকে পাত্তাই দেয়নি কলকাতা। যাতে করে নিজেদের ইতিহাসের তৃতীয় শিরোপা জিতে নিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।

গতকাল আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলার আগেই অলআউট হয়ে যায় প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ ওভার ৩ বলে মাত্র ১১৩ রান করেই অলআউট হয়ে যায় পুরো আসরে প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করা ব্যাটিং লাইনআপ। আইপিএলের ফাইনালে যা প্রথম ইনিংসের সর্বনিম্ন সংগ্রহ।

এমন ছোট লক্ষ্যকে পাত্তাই দেয়নি কলকাতা। মাত্র ১০ ওভার ৩ বলে আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় নাইট রাইডার্সরা। যা উইকেট আর বলের বিচারে আইপিএল ফাইনালে সবচেয়ে বড় জয়।

এমন জয়ে নিজেদের তৃতীয় আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০১২ আর ২০১৪ সালে চ্যাম্পিয়ন ছিলো কলকাতার দলটি। যেই দুই শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেই দুইবারই কলকাতার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আর এবার তিনি নিজ দলকে শিরোপা জেতালেন পরামর্শকের ভূমিকায়।

Exit mobile version