ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের পরেই পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। তাই পাকিস্তান সিরিজের আগেই বাংলাদেশের বিপক্ষে জয় চায় ক্যারিবিয়ানরা।
উইন্ডিজ কোচ আন্দ্রে কুলি মনে করেন, গত আগস্টে ঘরের মাঠে দ. আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। ফলে ব্যর্থতা ভুলে ২০২৪ সালটা ভালোভাবে শেষ করতে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারছেন না।
শুক্রবার শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে ক্যারিবিয়ান কোচ বলেন,‘ এই সিরিজে জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শতকরা ১৮.৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ তাই বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া। সিরিজের আগে প্রস্তুতি নিয়ে কুলি বলেন,‘ এর আগে প্রথম তিন-চার দিন বৃষ্টি হানা দিলেও তার পর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে।’
বালাদেশকে হারিয়ে পাকিস্তান জয়ের অনুপ্রেরণা নেওয়ার চিন্তা করতেই পারে ক্যারিবীয়রা। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম পাওয়া পেসার আলজারি জোসেফ ফিরেছেন এই সিরিজে।
কিন্তু কাঁধের চোট থেকে সেরে না ওঠায় জেসন হোল্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট।