পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথমে টেস্ট শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২২ মিনিটেও টস দেওয়া সম্ভব হয়নি। মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এমনকি ঠিক কখন টস হবে সেটাও নির্ধারিত হয়নি।
অবশ্য রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির আভাস আগে থেকেই ছিল। এখন বৃষ্টি না থাকলেও, প্রতিকূল আবহাওয়ায় আগেই পানি জমেছিল মাঠে। ফলে মাঠে শুকাতে কত সময় লাগবে সেটি এখনও বলা হয়নি আয়োজকদের পক্ষ থেকে।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১২টি ম্যাচ হেরেছে ও ১টিতে ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে হওয়া একমাত্র ড্র’টি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। দু’দলের মধ্যকার সর্বশেষ টেস্টে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।