যে কারনে অপসারণ করা হয়েছে বিসিবি পরিচালক ইসফাককে!

বিতর্কের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে এম ইসফাক আহসানকে অপসারণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার (৬ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘বিসিবির নতুন পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। নতুন পরিচালকের নাম মঙ্গলবার ঘোষণা করা হবে।’

সূত্রে জানা গেছে, বিসিবির নতুন পরিচালক হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে এনএসসি। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন রুমানা আহমেদ ও মনোয়ারা আনিস মিনু।

সোমবার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী বাকি দুজন পরিচালক মনোনীত হয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে। ওই দুই পদে মনোনয়ন পেয়েছিলেন দুই ব্যবসায়ী—ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

তবে তাদের নাম ঘোষণার পরই প্রশ্ন ওঠে, ক্রিকেটের সঙ্গে সম্পর্কহীন দুই ব্যবসায়ী কীভাবে বিসিবির পরিচালক হলেন? অনুসন্ধানে জানা যায়, ইসফাক আহসান বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার কাছে।

বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরই এনএসসি তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ইসফাক আহসানের জায়গায় নতুন একজনকে মনোনয়ন দেবে। নতুন মনোনয়নের চিঠি মঙ্গলবার জারি করা হবে।’

তিনি আরও জানান, আওয়ামী লীগের সঙ্গে পূর্বের সংশ্লিষ্টতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই, তবুও প্রশ্ন উঠেছে—কোন মানদণ্ডে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা না থাকা দুই ব্যবসায়ীকে বিসিবির পরিচালক করা হয়েছিল?

Exit mobile version