যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত: রোহিত শর্মা

নবম চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান হলেও আজকের বাংলাদেশ-ভারত ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

ভারত ও বাংলাদেশ উভয় দলের জন্য আজ প্রথম ম্যাচ। চার দলের গ্রুপ হওয়ায় প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সে কারণেই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আর সাবলীলভাবে সেমিফাইনালে উঠতে হলেও শুভ সূচনার বিকল্প খুঁজে বের করাটাই কঠিন। সেই শুভ সূচনার জন্য প্রস্তুত ভারত।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে বোলিং ব্যাটিং করার মত শক্তি আমাদের রয়েছে। যদি বোলিং পিচ হয় তাহলে সেখান থেকে সুবিধা আদায় করার মতো বোলার আমাদের রয়েছে। আবার পিচ ব্যাটিং উপযোগী হলেও তা কাজে লাগানোর মতো ব্যাটারও আমাদের রয়েছে।

রোহিত শর্মা বলেন, আমাদের দলে মাল্টিস্কিলড ক্রিকেটার রয়েছেন। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা যে কোনো পিচে খেলার যোগ্যতা রাখেন। এই তিনজন আমাদের দলের গভীরতা বাড়িয়েছে। এ কারণে যে সব খেলোয়াড় উভয় বিভাগে সমান দক্ষতা দেখায় আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে দল গড়ি।

দলের একমাত্র রিস্ট স্পিনার নিয়ে বরুণ চক্রবর্তীকে নিয়ে রোহিত শর্মা বলেন, সে নেটে তার বোলিংয়ে খুব বেশি ভ্যারিয়েশন ব্যবহার করেনি। সম্ভবত সে আমাদেরকেও তার ভ্যারিয়েশন দেখাতে চায় না। যাহোক তার ভেতর এমন কিছু রয়েছে যার জন্য সে দলে জায়গা পেয়েছে। গত আট নয় মাসের সে দারুণ করেছে।

জাসপ্রীত বুমরাহ না থাকায় ভারতের বোলিং ডিপার্টমেন্টে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। তবে তা মানতে রাজি নন রোহিত শর্মা। তিনি বলেন, মোহাম্মদ শামি ফিরেছে। বছরের পর বছর দলকে দারুণভাবে সহায়তা দিয়ে এসেছে। আশা করছি টুর্নামেন্টে সে আমাদের সহায়তা করবে।

Exit mobile version