প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর কাছাকাছি গিয়েও চার রানের দূরত্বে ম্যাচ খুইয়েছে বাংলাদেশ। গতকাল নিউইয়র্কে প্রোটিয়াদের বিপক্ষে আইসিসির ‘ডেড বল’-নিয়মের কারণে মাহমুদুল্লাহর পা থেকে আসা চার রান পায়নি বাংলাদেশ। হারের পর আইসিসির এমন নিয়মের সমালোচনা করেছেন তাওহিদ হৃদয়, তামিম ইকবাল, সঞ্জয় মাঞ্জরেকার ও মরনে মরকেল।
তবে যেই নিয়ম নিয়ে এতো কথা হচ্ছে, কি সেই নিয়ম? পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় বলটা স্টাম্পে আঘাত হানেনি। তবে আম্পায়ারের সিদ্ধান্ত বদলালেও বল ডেড হয়ে যাওয়ায় লেগ বাইয়ের চার রান পায়নি বাংলাদেশ।
এমসিসির আইনের ২০.১.১.৩ ধারা অনুযায়ী- কোনো খেলোয়াড়ের রিভিউ নেওয়ার ফলে যদি আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে নট আউট হয়, তাহলে প্রথম সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যাবে। অন ফিল্ড আম্পায়ারের আসল সিদ্ধান্ত নট আউট থাকলে ব্যাটিং পক্ষ যে রানের সুবিধা পেত, রিভিউ পরিবর্তনের সুফল পেলেও ব্যাটিং পক্ষ এ ক্ষেত্রে সেটা পাবে না, যদি না সেটা নো বল হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















