এনসিএল টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে রংপুর বিভাগ। শনিবার স্বাগতিক সিলেটকে ৫ উইকেটে হারায় রংপুর। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় সিলেট। জবাবে ১৫.৪ ওভারে ৫ উইকেটে ১২৪ রান তোলে রংপুর।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার তৌফিক খান ১২ রান করে আলাউদ্দিন বাবুর বলে বিদায় নেন। আর এক ওপেনার জিসান আলম ২৫ বলে ৩১ রান করে ফেরেন। এরপর একে একে বিদায় নেন আমিত হাসান শুন্য, রাতুল ফৌদুস ৭, আসাদ উল্লাহ ৬ ও অধিনায়ক মাহফুজুর রাব্বি ৩ রানে।
শেষ দিকে দলের তোফায়েল আহমেদ ৩৮ বলে ৫ বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলকে এগিয়ে নেন। এছাড়া আবু যায়েদ রাহি অপরাজিত ৪ রান করেন। বল হাতে রংপুরের হয়ে আরিফ আহমেদ ও আনামুল হক দুটি করে উইকেট নেন।
জবাবে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি রংপুরের দুই ওপেনার। মো: রিজওয়ান ১০ ও তানভির হায়দার ১৬ রান করে বিদায় নেন। এরপর রংপুরের হয়ে হাল ধরেন নাঈম ইসলাম। তিনি ৩৫ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০ রান করেন। এছাড়া আব্দুল্লাহ আল মামুন ২৯ রান করেন। বল হাতে সিলেটের এবাদত হোসেন নেন দুটি উইকেট।