বিপিএলের ৩১তম ম্যাচে মুখোমুখি দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সকে রানের টার্গেট দিয়েছে দুর্বার রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে রাজশাহীর ব্যাটাররা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হারিসকে হারায় দুর্বার রাজশাহী। ১২ বলে ১৯ রান করে রকিবুলের বলে ক্যাচ দেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাটিং উপহার দেন সাব্বির হোসেন ও এনামুল হক বিজয়।
সাব্বির ৩৯ রান করে ফেরার পর রান শুন্য রানে ফেরেন রায়ান বার্ল। এরপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে রাজশাহীকে বড় স্বপ্ন দেখান এনামুল হক বিজয়। দলীয় ১৫২ রানে ব্যক্তিগত ৩৪ রান করে রানআউটের শিকার হন বিজয়। এরপর ইয়াসির সর্বোচ্চ ৬০ রান করে ফেরেন। তার ৩২ বলের ইনিংসে দুই বাউন্ডারি ও ছয় ছক্কার মার রয়েছে।
শেষ দিকে সুবিধা করতে পারেনি রাজশাহীর ব্যাটাররা। আকবর ২, মেহরাব ৩,সানজামুল ২ ও অধিনায়ক তাসকিন ৪ রান করে বিদায় নেন। শেষ দিকে শরিফুল ইসলাম ২ ও মোহির শেখ ৩ রান করে অপরাজিত থাকেন। বল হাতে আকিভ জাভেদ ও খুশদিল শাহ তিনটি করে উইকেট নেন।