বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা শেষ হচ্ছে আজ। শেষ দিনের প্রথম খেলায় আসরে অপরাজিত দল রংপুর রাইডার্সের বিপক্ষে মুখোমুখি দুর্বার রাজশাহী। বিপিএলের ৩১তম এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর দেড়টায়। চলতি বিপিএল টানা আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চারে শিরোপা প্রত্যাশী রংপুর। অন্যদিকে দুর্বার রাজশাহী ৯ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন শেষ চারের সুযোগ দেখছে।
রংপুর রাইডার্সকে হারাতে পারলেই শেষ চারের পথে এগিয়ে যাবে তারা। তবে সেই কাজটি খুব সহজ হবেনা। কারণ চলতি বিপিএলে এখন পর্যন্ত কোন ম্যাচে হারেনি রংপুর। তবে রাজশাহীর হয়ে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন অধিনায়ক তাসকিন আহমেদ। চাইলে একাই প্রতিপক্ষ্যকে গুড়িয়ে দিতে পারেন এই পেসার। সেই সাথে ব্যাট হাতে সেরা ফর্মে আছেন রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয়।