মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে খেলতে নামা ভারতের ক্রিকেট জগতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী নতুন রেকর্ড তৈরি করে আবারও সংবাদ শিরোনামে এসেছেন। ১৪ বছর ৩২ দিনে আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে সবকিছু পাল্টে দিয়েছিলেন এই তরুণ ব্যাটার। এবার মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বৈভব।
আসন্ন মৌসুমে তিনি বিহার রাজ্য দলের হয়ে খেলবেন। নতুন মরশুমে প্রথম দুই ম্যাচে অধিনায়ক সাকিবুল গানির সহকারী হিসেবে বৈভবকে রাখা হয়েছে। রঞ্জি ট্রফির নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর।
গত এপ্রিলে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়েছিলেন বৈভব। সাত ম্যাচে তার সংগ্রহ ২৫২ রান। এরপর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে ব্যস্ত সময় কাটিয়েছেন। বিশেষ করে তার আগ্রাসী ব্যাটিং স্টাইলই তাকে অল্প বয়সে বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দিয়েছে।
জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিনি ৭৮ বলে ১৪৩ রান করে যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন। ওই সিরিজে পাঁচ ম্যাচে মোট ৩৫৫ রান করেন ১৭৪-এর স্ট্রাইক রেটে।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার পথচলা শুরু হয় গত বছরের জানুয়ারিতে, মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে। তবে এখানে এখনও বড় কিছু করতে পারেননি; পাঁচ ম্যাচে মোট ১০০ রান করেছেন, সর্বোচ্চ ইনিংস ৪১ রান। মূল কারণ, ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ব্যস্ততার কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাননি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















