ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ে আলোচনার কেন্দ্রে এসেছেন হরিয়ানার ২৩ বছর বয়সী পেসার অংশুল কামবোজ। রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডে কেরালার বিপক্ষে এক ইনিংসে সবকটি উইকেট শিকার করে তিনি এই বিরল কীর্তি গড়েছেন।
চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে চলমান ম্যাচে তৃতীয় দিনে কামবোজের বোলিং ফিগার ছিল অসাধারণ—৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। দ্বিতীয় দিনেই ৮ উইকেট শিকার করেন তিনি। তৃতীয় দিনে বাসিল থাম্পিকে বোল্ড করার পর শৌন রজারকে ক্যাচ আউট করিয়ে পূর্ণ করেন ১০ উইকেটের মাইলফলক।
রঞ্জি ট্রফির ৮৯ বছরের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা, যেখানে কোনো বোলার এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ঘটল ৩৮ বছর পর। কামবোজের আগে এই কীর্তি গড়েছেন শুভাষ গুপ্ত (১৯৫৪-৫৫) ও দেবাশীষ মোহান্তি (১৯৯৫-৯৬)।
এতদিন ইনিংসে ১০ উইকেটের কথা বললে ভারতের হয়ে সবচেয়ে বেশি স্মরণ করা হতো অনিল কুম্বলেকে, যিনি ১৯৯৯ সালে দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে এই অর্জন করেছিলেন।
কামবোজের এই পারফরম্যান্স নতুন করে তার আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার সম্ভাবনা জাগিয়েছে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতের দলে থাকলেও নজরকাড়া কিছু করতে পারেননি। আইপিএলেও ছিল মিলিয়ে যাওয়া পারফরম্যান্স। তবে রঞ্জিতে এই অনন্য কীর্তি তাকে নতুন আলোচনায় এনেছে।
২৩ বছর বয়সী এই পেসার কি আরও বড় মঞ্চেও একই ঝলক দেখাতে পারবেন? সময়ই এর উত্তর দেবে।