ভারতে চলছে ইংল্যান্ড বনাম ভারত পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল সিরিজের চতুর্থ ম্যাচে রাঁচিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে তাঁরা।
রাঁচি টেস্টের আগে দল থেকে বাদ পড়েছেন পেসার মার্ক উড ও স্পিনার রেহান আহমেদ। সিরিজে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ওলি রবিনসন। দলে ফিরেছেন দ্বিতীয় টেস্টে অভিষিক্ত শোয়েব বশির।
ভারত সফরে প্রথম ৩ টেস্টের দলে জায়গা পাননি রবিনসন। তবে ভারতের বিপক্ষে তাঁর পারফরম্যান্স দুর্দান্ত। ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলছিলো ভারত। সেখানে প্রথম ৪ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছিলেন রবিনসন।
অন্যদিকে চলতি সিরিজে ৩ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন রেহান। তবে রাজকোট টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র এক উইকেট নিয়ে ভীষণ খরুচে ছিলেন তিনি। তাঁর পরিবর্তে ডাক পাওয়া স্পিনার শোয়েব বশির বিশাখাপট্টনমে অভিষেক টেস্টে ৪ উইকেট তুলে নিয়েছিলেন।
রাঁচি টেস্টের ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, শোয়েব বশির, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন।