রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের স্পিন আক্রমণের মুখে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির নিয়মিত আক্রমণে ইংল্যান্ড প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
সাজিদ খান নেন ৩ উইকেট, ৫৫ রানে, আর নোমান আলি ২ উইকেট তুলে নেন মাত্র ৫৩ রানে। তারা দু’জনই ১৫ ওভারের স্পেল করে ইংল্যান্ডকে বিপদে ফেলেন।
ইংল্যান্ডের ব্যাটিংয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন বেন ডাকেট, যিনি ৫২ রান করেন। ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে নামলেও স্পিনের সঙ্গে জড়ানো ধীরগতির পিচে ব্যাটসম্যানরা ছিলেন বিপর্যস্ত। সাজিদের প্রথম বল থেকেই বল পিচ থেকে লাফাতে থাকে, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
জ্যাক ক্রাউলি (২৯) এবং ডাকেট শুরুতে ৫৬ রানের পার্টনারশিপ গড়লেও নোমানের বলে ক্রাউলির ক্যাচ আউটের পরপরই ইংল্যান্ডের ধস শুরু হয়। সাজিদ একে একে পোপ এবং জো রুটকে আউট করেন। পোপ এলবিডব্লিউ আউট হন, আর রুটের ক্ষেত্রে বল তেমন বাউন্স না করায় তিনি এক অঙ্কের রানেই সাজঘরে ফিরে যান। ডাকেটও এলবিডব্লিউ আউট হন নোমানের বলে, আর হ্যারি ব্রুককে বোল্ড করে পাকিস্তান তাদের প্রাধান্য আরও বাড়িয়ে নেয়।
প্রথম সেশনে ৭৭ বলে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের স্পিনের দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে।