রাজশাহীর অপেক্ষার প্রহর শেষ! বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে খুলনা টাইগার্স। শনিবার মিরপুরে ঢাকার দেয়া ১২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬.৫ ওভারে ৪ উইকেটে ১২৮ রান তোলে খুলনা। বাঁচা মরার লড়াইয়ে ৬ উইকেটে জিতে রাজশাহীকে কাঁদিয়ে প্লে-অফে খুলনা।
এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। মিরাজ ৫৫ বলে পাঁচ বাউন্ডারি ও চার ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। তবে এ দিন শুরুতেই শুন্য রান করে বিদায় নেন মোহাম্মদ নাঈম শেখ ও আফিফ হোসেন। এরপর অ্যালেক্স রুশ ২২ ও ইউলিয়াম বোসিস্ট ১৯ রান করে বিদায় নেন। তবে মোহাম্মদ নেওয়াজ ৬ রান করে অপরাজিত থাকেন।
এ জয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে খুলনা। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে রাজশাহীর শেষ চারের অপেক্ষার পালা শেষ। শুরু থেকেই নানা বিতর্কিত রাজশাহীর বিদায়।
এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ের পরও ৯ উইকেটে ১২৩ রানে সন্তুষ্ট থাকতে হয় ঢাকাকে। অন্যদের মধ্যে সাব্বির রহমান ২০, মেহেদী হাসান রানা ১৩ ও লিটন দাস ১০ রান করেন।
খুলনার পক্ষে হাসান মাহমুদ চার ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন। উইলিয়াম বোসিসতো চার ওভার বোলিংয়ে ১০ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন নাসুম আহমেদ, মেহেদে মিরাজ, মুশফিক হাসান, জিয়াউর রহমান ও মোহাম্মদ নেওয়াজ।