আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে রাত ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে দলের। তবে দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে আগেই দেশে ফিরছেন এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে খেলতে পারবেন না।
এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ সিরিজ খেলতে আগামী ২২ নভেম্বর সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম এবং শান্তর চোটের কারণে দলের ব্যাটিং লাইনআপ কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। শারজায় পাওয়া অভিজ্ঞতা আত্মবিশ্বাস কিছুটা বাড়ালেও টেস্ট ফরম্যাটে ভিন্ন কন্ডিশনে দলকে নতুন কৌশল নিয়ে খেলতে হবে।
শারজা থেকে দুবাই হয়ে লন্ডন পর্যন্ত দীর্ঘ ২৪ ঘণ্টার ভ্রমণ শেষে বিশ্রাম নিয়ে আগামী শুক্রবার চার দিনের একটি ওয়ার্ম-আপ ম্যাচের মাধ্যমে ক্যারিবিয়ানে প্রস্তুতি শুরু করবে টাইগাররা। এই সিরিজ দিয়েই নতুন কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, শান্তর এমআরআই রিপোর্ট অনুযায়ী তার বাঁ কুঁচকিতে গ্রেড দুই পর্যায়ের চোট ধরা পড়েছে, যার জন্য সম্পূর্ণ বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। দুই সপ্তাহ পর পুনর্মূল্যায়নের পরেই জানা যাবে, রঙিন পোশাকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তিনি ফিরতে পারবেন কি না।
টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।