রাতে ঢাকায় আসছেন তো সাকিব

সব শঙ্কা কাটিয়ে বৃহস্পতিবার রাতেই ঢাকায় আসছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা হয়েছে। দলে আছেন সাকিব আল হাসানও।

তবু সাকিবের সময়মতো ঢাকায় আসা নিয়েছিল মঙ্কা। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা আজ রাতেই।

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব আপাতত দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। গতকাল দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে।

তবে সাকিবের তাতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়। এমনিতেও দুবাইয়ে তাঁর ট্রানজিট এবার একটু লম্বা। গতকাল দুবাই পৌঁছালেও দুবাই থেকে তাঁর ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। এরপর ঢাকায় পৌঁছানোর কথা রাত ১১টার পর। কাজেই আজ বিকেল পর্যন্ত তাঁকে এমনিতেই দুবাই থাকতে হতো। ট্রানজিটের সময়টায় এখন শুধু সঙ্গে যোগ হতে পারে বাড়তি একটু টেনশন।

Exit mobile version