পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দলের সাথে ঢাকায় ফিরেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে একদিন পরেই অস্ট্রেলিয়া চলে যান তিনি। মূলত পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন এই লঙ্কান। ভারত সিরিজের জন্য খুব বেশি ছুটি কাটানোর সুযোগ পাননি তিনি।
টাইগারদের ভারত সফর সামনে রেখে শনিবার রাতে ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। রাতে হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পা রাখেন এই লঙ্কান কোচ। রাত ১০টার পর ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকায় ফিরে দুপুরে দলের সাথে ভারতে উড়াল দেবেন তিনি।
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দুপুরেই ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে দলের সঙ্গে যোগ দিলেন হাথুরুসিংহে।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ অক্টোবর গোয়ালিয়রে মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই তিনটি ম্যাচই হবে দিবারাত্রির।