২০ ওভারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ প্রথমবারের মতো মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে।
এখনো পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি না হলেও একদিনের ক্রিকেটে এই দুই দলের লড়াই হয়েছে পাঁচবার। যার সর্বশেষটা মাঠে গড়ায় ২০১৮ সালে। সেবার রিচি বেরিংটনের স্কটল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিলো ইংল্যান্ডকে। বাকী চার ম্যাচ হারলেও এই একটা ম্যাচই আজ হতে পারে স্কটিশদের অনুপ্রেরণার উৎস।
স্কটল্যান্ডের সেই একাদশে থাকা সাতজন আছেন এবারের বিশ্বকাপেও। আর সেই অঘটনের ম্যাচের স্বাক্ষী হওয়া চার ইংলিশও খেলছেন এবার। তবে সেবারের বিশ্বকাপে খেলেননি ইংলিশদের গত বিশ্বকাপ জেতানো অধিনায়ক জস বাটলার। তাই এবার তাঁর হাত ধরে দুঃস্মৃতি ভূলে স্কটল্যান্ড বধ করতে চাইবে থ্রি লায়ন্সরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















