আইপিএলের ইতিহাসে প্লে-অফ মানেই উত্তেজনা, চাপ আর তারকাদের পরীক্ষা। কিন্তু সেখানে বিরাট কোহলির নাম এলেই অদ্ভুত এক পরিসংখ্যান সামনে চলে আসে—তিনি যত বড় ইনিংস খেলেন, বেঙ্গালুরু তত বেশি হারে!
২০২৫ আইপিএলে এখন পর্যন্ত ৬০২ রান করে কোহলি রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে। তার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ইংল্যান্ডের ফিল সল্ট—মাত্র ৩৩১ রান। দলের ব্যাটিং সম্পূর্ণভাবে নির্ভর করছে কোহলির ওপর।
তবে চিন্তার বিষয়, কোহলি প্লে-অফে যখনই রান পেয়েছেন, বেঙ্গালুরু তখনই হেরেছে। প্লে-অফে তিনি এখন পর্যন্ত ৫ বার ৩০ বা তার বেশি রান করেছেন—সেই পাঁচ ম্যাচেই তার দল হেরেছে।
- ২০১১ কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিপক্ষে ৭০,
- ২০১১ ফাইনালে ৩৫,
- ২০১৬ ফাইনালে হায়দরাবাদের বিপক্ষে ৫৪,
- ২০২১ সালে কলকাতার বিপক্ষে ৩৯,
- ২০২৪ সালে রাজস্থানের বিপক্ষে ৩৩।
বাকিরা যেখানে ব্যর্থ, কোহলি সেখানে একা দাঁড়িয়ে থাকলেও জয়ের মুখ দেখেনি দল। প্লে-অফে ১০ ম্যাচে হারলেও পাঁচবারই কোহলি রান পাননি ১৫-ও।
আজ কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর মুখোমুখি পাঞ্জাব কিংস। ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। কিন্তু কোহলি আবারও রান করলে? পরিসংখ্যান তো বলছে, তাতে লাভ নয়, বরং ক্ষতির সম্ভাবনাই বেশি!
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















