বুলাওয়া টেস্টে রান পাহাড়ে চাপা পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে ৪৭৬ রানে পিছিয়ে পড়েছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে তাদের করা ১২৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটে ৬০১ রান করেছে। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে এটা নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় দিন শেষে ৪৭৬ রানে এগিয়ে তারা।
টেস্টের প্রথম দিনেই অল আউট হয়েছিল জিম্বাবুয়ে। তারপর থেকে রান উৎসব করে চলেছে সফরকারী নিউজিল্যান্ড। এরই মধ্যে তিন ব্যাটার তিন অঙ্কের যাদুকরী রানের দেখা পেয়েছেন। ওপেনার ডেভন কনওয়ে ১৫৩ রানে আউট হয়েছেন। এটা তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ২০২৩ সালে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি।
হেনরি নিকোলাস ও রাচিন রাভিন্দ্র ব্যাট করছেন। তারা যথাক্রমে ১৫০ ও ১৬৩ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে তারা এরই মধ্যে ২৫৬ রান জড়ো করেছেন। নিকোলাসের এটি দশম সেঞ্চুরি। আর রাচিনের তৃতীয়। তবে এটি তার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ১০৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি।
বিশাল রানে এগিয়ে যাওয়ার পরও নিউজিল্যান্ড এখনো ইনিংসের সমাপ্তি টানেনি। সম্ভবত নিজেদের স্কোরটা আরো দূরে নিতে চান তারা। হয়তো হেনরি নিকোলাস ও রাভিন রাভিন্দ্র’র ডাবল সেঞ্চুরি পর্যন্ত তারা অপেক্ষা করবে।
প্রথম টেস্ট ৯ উইকেটের জয় দিয়ে নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে
