ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে আবাহনী লি:। বুধবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। বড় জয়ের দিনে বল হাতে দুর্দান্ত বোলিং করে মাত্র ১৮ রানে একাই ৫ উইকেট শিকার করেন।
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পারটেক্স। ইনিংসের শুরুতেই ওপেনার রবিউল ইসলাম রবি ৩ রান করে আমিনুল হকের বলে ক্যাচ দেন। এরপর জয়রাজ শেখ ৩৬ ও অধিনায়ক সাব্বির রহমান ২৩ রান করে বিদায় নেন। এছাড়া পারটেক্সের আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। এছাড়া কেবল আদিল মাত্র ১৩ রান করে অপরাজিত থাকেন। ফলে ৩৩.১ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় পারটেক্স।
বল হাতে আবাহনীর তরুণ স্পিনার ৯ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন। এছাড়া রকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। ব্যাট হাতে জিসান আলম ৬ ও মুমিনুল হক ২ রান করে বিদায় নেন। এরপর পারভেজ হোসেন ইমন অপরাজিত ৫৫ ও মোসাদ্দেক হোসেন ৩৭ রান করে অপরাজিত থাকেন।