আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় দিনের খেলায় আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংটা ঝালিয়ে নিলো দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরির সাথে তিন হাফ সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে ৩১৫ রানের সংগ্রহ পেলো প্রোটিয়া শিবির।
করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেম দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ব্যক্তিগত ১১ রান করে আউট হলেও পরের তিন ব্যাটারই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথমে অধিনায়ক টেম্বা বাভুমা পরে একে একে রসি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করাম যোগ দেন রায়া রিকেলটনের সঙ্গে।
২৮ রানের উদ্বোধনী জুটির পর রিকেলটন ও বাভুমা দলীয় সংগ্রহকে ১৫৭ তে নিয়ে যান। বাভুমা বিদায় নেন ৫৮ রান করে মোহাম্মদ নবীর বলে আজমাতুল্লাহ ওমরজাইয়ের হাতে ক্যাচ দিয়ে।
সেঞ্চুরি তুলে নেয়া রিকেলটন ফেরেন ১০৩ রান করে দলীয় ২০১ রানের সময়। পরে দলের সংগ্রহকে তিনশ’ ছাড়িয়ে নিতে ভূমিকা রাখেন ভ্যান ডার ডুসেন (৫২) ও এইডেন মার্করাম (অপ:৫২)।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবী ৫১ রানে দুই উইকেট তুলে নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন ফজলহক ফারুকী, আজমাতুল্লাহ ওমরজাই ও নূর আহমেদ।