পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়ার অন্যতম কারিগর ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে সমান দক্ষতা প্রদর্শন করে হাতে নিয়েছেন ‘ম্যান অব দ্য সিরিজ’ অ্যাওয়ার্ড। এটিই তাঁর ক্যারিয়ারে দেশের বাইরে প্রথম সিরিজ সেরা হওয়ার অর্জন।
সেদিনই সিরিজ সেরার পুরষ্কার হাতে নিয়ে এই অর্জনের জন্য প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো একজন রিকশাচালকের পরিবারকে দেবেন বলে ঘোষণা দেন মিরাজ। আজ সেই রিকশাচালকের পরিবারের সাথে দেখা করে অর্থ উপহার দেন বাংলাদেশি এই তরুণ অলরাউন্ডার।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। দলের অন্যতম সেরা অলরাউন্ডার অবদান রাখলেন ব্যাট-বল দুটিতেই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট নেন। ব্যাট হাতে এক ইনিংস খেলার সুযোগ পেয়ে করেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টে আরও আগ্রাসী এই তারকা। প্রথমে ফাইফার, পরে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। সবমিলিয়ে সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রান করেন তিনি।