আইপিএলের উত্তেজনাকর লিগ পর্ব শেষে এবার শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। তবে এই সময়েই ভারতে শুরু হয়েছে বর্ষা মৌসুম। ফলে বৃষ্টির শঙ্কা উঁকি দিচ্ছে প্রতিটি ম্যাচের আগে। দর্শকদের পাশাপাশি আয়োজকদের মধ্যেও শুরু হয়েছে দুশ্চিন্তা—প্লে-অফের কোন ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে কী হবে?
আইপিএলের নিয়ম অনুযায়ী, ফাইনাল ছাড়া অন্য কোনো প্লে-অফ ম্যাচের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। অর্থাৎ কোয়ালিফায়ার ১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২—এই তিনটি ম্যাচের যেকোনো একটি যদি বৃষ্টিতে বাতিল হয়, তাহলে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
যেমন, কোয়ালিফায়ার ১ যদি বৃষ্টির কারণে না খেলা যায়, তাহলে পাঞ্জাব কিংস যাবে সরাসরি ফাইনালে, কারণ তারা শীর্ষে। বেঙ্গালুরুকে নামতে হবে কোয়ালিফায়ার ২-এ। তেমনি গুজরাট ও মুম্বাইয়ের এলিমিনেটর ম্যাচেও যদি বৃষ্টি বাধা দেয়, তাহলে পরের পর্বে উঠবে গুজরাট টাইটান্স, কারণ তারা তালিকায় এগিয়ে।
তবে কিছুটা স্বস্তির খবর, আবহাওয়ার পূর্বাভাস বলছে মুল্লানপুরে কোয়ালিফায়ার ১-এর দিন বৃষ্টির সম্ভাবনা নেই। এলিমিনেটর দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ, তাও ম্যাচ শুরুর সময় নয়। আহমেদাবাদে কোয়ালিফায়ার ২ ও ফাইনাল ম্যাচে আবহাওয়ার কোনো সমস্যা নেই বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।
তবে একমাত্র ফাইনালের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। যদি ৩ জুন খেলা সম্ভব না হয়, তাহলে পরদিন ৪ জুন মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আইপিএলের মতো টুর্নামেন্টে এমন সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, সব প্লে-অফেই রিজার্ভ ডে থাকা উচিত ছিল।
