রিশাদের ঝড়ে ২১৩ রানের লড়াকু স্কোর বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে অল্প পুঁজিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস থেকেই হয়তো দ্বিতীয় ম্যাচে টস জেতার পরও ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

তবে স্পিন সহায়ক উইকেটে রান তোলা ছিল কঠিন। সৌম্য সরকার ও মিরাজ দুজনেই কিছুটা থিতু হলেও গতি বাড়াতে পারেননি। ফলে ইনিংসের বেশিরভাগ সময়েই দুইশ রানও দূরের স্বপ্ন মনে হচ্ছিল।

শেষদিকে পরিস্থিতি পাল্টান রিশাদ হোসেন। নবম ব্যাটার হিসেবে নেমে ১৪ বলে ঝড়ো ৩৯ রান তুলে দলকে এনে দেন লড়াই করার মতো স্কোর।

রিশাদ যখন উইকেটে এসেছেন তখন বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৬৩ রান। বল বাকি ছিলো মাত্র ৪ ওভার। েমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশে দুই শ ছাড়াবে কি না এ নিয়ে শঙ্কা ছিল।

রিশাদ সব শঙ্কা উড়িয়ে দিলেন ১৪ বলে অপরাজিত ৩৯ রানের এক দুর্দান্ত ইনিংসে। ৩ ছক্কা ও ৩ চারে ৩৯ রানে অপরাজিত ছিলেন এই রিশাদ। তার উপস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ তুলেছে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান।

মিরপুরে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ইনিংস থামে ২১৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার।

Exit mobile version