বাংলাদেশ ক্রিকেট দলে বড় এক অভাবের জায়গা লেগ স্পিনার। সেই অভাবের জায়গায় আশার প্রদীপ হয়ে এসেছেন রিশাদ হোসেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন তিনি। আসরে ৭ ম্যাচে শিকার করেন ১৪ উইকেট। যা বাংলাদেশের কোন স্পিনারের এক বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য।
বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আর পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য প্রস্তুতি হচ্ছে টাইগাররা। তবে টেস্টে ক্রিকেটে এখনই রিশাদকে দেখতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন,‘রিশাদ টেস্টে থাকবে কিনা এটা নির্বাচকরা বলতে পারবে। তবে আমরা কাছে মনে হয় রিশাদ টেস্ট খেলার জন্য এখনই ফিট নয়।’
এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভালো করতে চান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে অভিজ্ঞ তারকা ক্রিকেটাররা ভালো করবেন বলেই মনে করেন তিন ফর্মেটের এই অধিনায়ক।