পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার ভিন্ন চিত্র। ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার সমৃদ্ধ লাহোর কালান্দার্স। রোববার (২৫ মে) বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে দলটি।
এই মৌসুমে কালান্দার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও এখনও পর্যন্ত তিনজন একসাথে একাদশে সুযোগ পাননি।
রিশাদ শুরু থেকেই আলোচনায়। শুরুতেই টানা তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে ‘ফজল মেহমুদ ক্যাপ’ অর্জন করেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে আবারও দুর্দান্ত ফিরে এসে ৩ উইকেট নিয়ে ফাইনালে তুলেছেন দলকে। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে স্পিন আক্রমণের নেতৃত্বে আছেন তিনি।
অন্যদিকে, সাকিব মাঠে ফিরেছেন দীর্ঘ বিরতির পর। তিন ম্যাচ খেললেও এখনও ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভিজ্ঞতা কাজে দিতেই পারে। সাকিব এর আগে সাতটি ফ্র্যাঞ্চাইজি ফাইনালে জিতেছেন, এটি তার ১৬তম ফাইনাল।
মিরাজ এখনো অভিষেকের অপেক্ষায়। এলিমিনেটর এবং কোয়ালিফায়ারেও তিনি দলে ছিলেন না। তবে ভবিষ্যতের জন্য তার অন্তর্ভুক্তি বড় বার্তা।
প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে লাহোরও শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রস্তুত। এ ম্যাচ শুধু শিরোপার লড়াই নয়, বরং বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিজেকে মেলে ধরার এক বিরল সুযোগও।
রোববার রাতের ফাইনালে উত্তেজনা শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশেও ছড়িয়ে পড়ার মতো। চোখ থাকবে রিশাদের উইকেট শিকারে, সাকিবের অভিজ্ঞতায় আর মিরাজের সম্ভাব্য অভিষেকে।
